আকাশ...

আকাশ সবে চোখ মেলেছে জীবনের আস্তানার খোঁজে। চোখ দুটি এখনো ঘোলাটে তার। সেদিন রাতে যে আকাশ নিম্নচাপরূপী মেঘের দলকে জন্ম দিয়েছিল,আজ সে মেতেছে নীল সৈকতের সৌন্দর্যে। ঘুম ভাঙ্গা চোখে সে চেয়ে রয়েছে উঁচু ফ্ল্যাটবাড়ির ছাদে রাখা ঘুমন্ত ছোট্ট ফুলের টবের দিকে। ফুলগুলো তখনো ফেলে আসা রাতের শীতলতায় মগ্ন......
থাক এসব আনকোরা রোমেন্টিকতা।।
       সৌন্দর্য গুলো তোলা থাক কোনও স্টেশনের চায়ের দোকানের আড্ডার ফাঁকে।কিছু প্রশ্ন খুব জ্বালাছে কিছু দিন যাবত। আকাশ তুমি কি সত্যি দেখতে পাও?...দেখতে পাও ওই ছোট্ট বাচ্চাটিকে না খেতে পেয়ে মরতে? দেখতে পাও কাল রাতে ওই বাড়ির বউটির ওপর অত্যাচারের কালশিটে ওর গলায়? ...
মাঝে মাঝে মনে হয় তুমি এ পৃথিবীর করুন দৃশ্য দেখে কেঁদে শোক প্রকাশ করো। তবে এ পৃথিবী তো তোমার...শোকপ্রকাশ ই কি কাফি তাহলে?
এখানে বেঁচে থাকার নাম লড়াই,ভালবাসা না। প্রতিনিয়ত এক শ্রেনী অত্যাচারিত।দোষ তাদের? তাদের যে ক্ষমতা আর অর্থের অভাব। বিকেলের লাল আকাশকে কত কথা বলে হেড়ে যাওয়া সমাজের দল। সেগুলো কি তোমার অবধি পৌঁছয়?
  নাকি তুমি আজ শুধু বদ্ধ চায়ের দোকানের আড্ডা আর খবরের কাগজের পাতায়?

No comments:

Post a Comment