প্রাণহীন...

"চোখ খোলো..."
"কে আছিস ...আয় রে..."
ডেকেছিলাম সবাই কে সেদিন যখন নদীর পারে ফুলে সজ্জিত তোমার কোমল দেহটাকে দেখি,
কেউ সাড়া দেয়নি জানো?

তা কোন বাড়ির বউ হে তুমি?
আচছা বুঝলাম... মৃতদের আবার বাড়ি-ঘর , জাত-পাত।

তুমিও জানো আমার মতো,
না আছে বাড়ি-ঘর , না আছে নাম-ধাম,
ভবঘুরে হয়ে থাকব আমি বেঁচে আর তুমি স্মৃতি হয়ে।।

সাত দিন ধরে আজ তোমার নিশ্বাস অপেক্ষায়,
কি এমন দোষ ছিল এ সমাজের?
প্রকৃতিতে তো তোমার আমার বলে কিছু নেই,
তবে এ জীবন- বিতৃষ্ণার কারণ কি?

জানো ওরা আমায় পাগল বলে,
প্রাণহীন দের সাথে দিন কাটাই তো...তাই হয়তো।
কিন্তু কার মধ্যেই বা প্রাণ আছে ?
চারিপাসেই তো প্রবেশ করেছে বিশ্বাসঘাতকতন্ত্রের কীট,
প্রাণহীন দেহগুলিতে খুঁজে পাই সত্যতার ছোঁয়া,
প্রাণ থেকেও যারা প্রাণহীন, শূন্যহৃদয়ধারি তাদের ধিক্কার জানাই...
পাগল তো...
এ সমাজে তাই একা পরে যাই।।

No comments:

Post a Comment