তুই...

বিরক্তিবোধ গুলো কিরম জটলা পাকিয়ে গিয়েছে কাঁচের দেওয়ালের আড়ালে,
আড়চোখটাও অকেজো মনের উদ্ভট নাকউঁচু সিদ্ধান্তে।
ক্লাসরুমটা মনে পড়ে?
উফ! সেই চক ছোড়া স্মৃতিগুলো?
ভালো লাগাটা আজ দশটা-পাঁচটার রুটিনে মগ্ন,
আর ভালোবাসাটা বালিশের নিচে অবসরপ্রাপ্ত।
তবে খুব ভোরে আজও ঘুম ভাঙ্গে ,
টিউসান ফাঁকি দিয়ে যে চোখ তোর ঘুমন্ত মনকে ছুঁয়ে যেত,
সে আজ ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাড়িয়ে।
জানিস,
চিন্তাগুলো রূপ পেয়েছে আজ সেই কোনও প্রতিবাদের মঞ্চের আঁকা ছবির রূপে,
জানিস,
পকেটটা আজ টেনে নিয়ে যায় সেই আইসক্রিমের দোকানের গলিতে।
তবে ভয় করে...
কাঁচের দেওয়ালের ওপারে আজও বিরক্তির আস্তিন বুনছিস তুই,
পাথর মারলে যদি হঠাৎ ভেঙ্গে পরিস তুই।
ক্লাসরুমগুলোতে আজ দল বেঁধেছে নতুনদের সারি...
তবুও লাস্ট বেঞ্চের কোনও কোণে আমরা বেঁচে আছি।

No comments:

Post a Comment