কুরবানী...

ছুটির সকালে খোশ মেজাজে বাজার হাতে ফিরছি৷ হঠাৎ রাস্তার ধারে ভীড়ের জটলা দেখে কৌতূহলী হয়ে পড়লাম৷ এগতেই চোখে পড়ল একটি শিশুর রক্তাক্ত মৃতদেহ আর তার পাশে লুটছে তার বাবার সহস্র স্বপ্নের বাঁধ যা আজ ভঙ্গুর ,ছেলের মৃত্যু শোকে৷ শুনলাম তাদের ছাগলটা বাঁধা ছিল পাশের পোলটার সাথে৷ বাজার করে বেড়িয়ে ছেলেকে ছাগলটি খুলে আনতে বলাতেই এই দুর্ঘটনা৷
বাড়ি ফেরবার পথে মনে হলো একদম অ্যাপ্রোপিয়েট কুরবানীই তো এটা৷ যাই হোক ছাগলটা তাহলে প্রাণে বাঁচল৷ তবে মন বললে, মিথ্যা কুরবানী বন্ধ না হলে এরকম প্রাণ হারাবে কতো রাম-রহিমের দল৷ তারা হয়তো কুরবানীর মানে টাই বুঝল না৷ 
কুরবানী মানে হয়তো নিজের কুসংস্কার, অতিরিক্ত রাগ, খারাপ অভ্যাস গুলো ত্যাগ করে নতুন আমি কে খোঁজা৷ প্রশ্ন তাহলে একটাই,এ গুলো প্রিয় আর কাছের হলো কই?
আচ্ছা এগুলো প্রিয় না হলে কুরবানীর নামে নিরীহ প্রাণের দমন কেন?
তুমি যে পৃথিবীতে বাস করো,তোমাকে ঘিরেছে যে হাওয়ার দল ,সেখানে পরিবর্তন ঘটাও৷
ভাবনা চিন্তাগুলো সাজাতে শিখুন মশাই, কুরবানী প্রতি বছর আসবে৷

No comments:

Post a Comment