অপ্রকাশিত অপেক্ষা


প্রথম:

প্রিয়া,
কাগজ কলমের সাথে সম্পর্কটা দিনে দিনে ক্ষিন হয়েছে বললেই চলে৷ তবু তোমার প্রতি টান একটুও কমেছে বলে মনে হয়না৷
আসলে চোখের নীচে জমে থাকা কালো বিষাদ পরিচিতি চিরকালের মতো ঘুম দিয়েছে প্রেমে না পরবার স্বচ্ছতায়৷ 
তবে কি তোমার ভালবাসা কেবল রাত জাগায়?
রাত জাগিয়েছে বোধহয় ওপাড়ার ছেলেটার তোমার দিকে আড় চোখে তাকানো আর তোমার তাকে দেখা মিচকে হাসিটা৷ 
নাহ তোমার সাথে কথা হয়নি কখনো, কিন্তু চিঠি লিখেছি অনেক৷ তোমার বাড়ির ঠিকানাটা যদি কখনো আমায় বলে যেতে , না হয় স্বপ্নেই সই৷ 
তোমার সাথে শেষ দেখার কথা মনে পড়তেই চোখের পলক হাতের ওপর এসে বলে, " যদি সত্যি হতে পারো তুমি...."৷ শেষ দেখা তোমার মনেও নেই আশা করি৷ 
হ্যাঁ আমি মনে রেখেছি তবে, সেই সিক্সথ স্যাটন্ডার্ডের টিচার্স ডে৷ সেই স্টেজে তোমার আমার ব্যালেড৷ তারপর আর তুমি কোথায়....
শুধুই আমি আর আমার ভাল লাগা৷

ইতি,
অপেক্ষা

No comments:

Post a Comment