বিদায়বেলা...

কে জেনো ডাকছে আমায়৷ গভীর রাত্রে,জীবন্ত মৃত্যু বরণে মেতে উঠেছে মন.হাসফাঁস করছে বেঁচে থাকার স্মৃতিরাশি৷ বিথোভেনের থার্ড সিমফোনির ছন্দে এগোচ্ছে এ মৃত্যুমুখী প্রাণ৷ শুরু টা বড্ড বিষাদগ্রস্ত,তবে প্রতিটি ঝনঝন শব্দে কীসের যেন সংকেত৷ সংকেত বোধহয় নতুনদের আগমনের,সমাজের বুক চিড়ে আজ উর্দ্ধগামী নতুনের দল৷ সহস্র যুগের ব্যথিতার কোলে বসে তীব্র গলার স্বরে কম্পিত সারা পৃথিবীর জীবন৷
                                  কে যেন আমায় ডাকছে.স্বর্গ মর্ত্য কিছু নেই যেখানে,যেখানে নেই ক্ষমতা আর জেহাদের লড়াই,আমার ডাক পড়েছে সেখানে৷ বিথোভেনের মৃত সুরগুলোতে কারা যেন গভীর আর্তনাদকে জন্ম দিচ্ছে৷  আমার মৃত্যুর যন্ত্রণা থেকে জন্ম নিক অজস্র নারী সন্তান৷ যে নারীরা জন্ম দেবে নতুন প্রজন্মের তরুণকে৷  বহু অত্যাচারিত আজ তারা মোমবাতি মিছিলের ভিড়ে৷ আজ আমার মৃত্যু-ঢ্যাঁড়াপেটানোর ছন্দে আবার দমন হোক অত্যাচারী  শ্রেণি৷
          অবশেষে এসে পড়লে মৃত্যু? একটু দাঁড়াবে? এ অনন্ত জীবন ভরে দেখেছি কতো স্বপ্ন, বেঁধেছি কত আশার ঘর৷ সব যে আজ ভঙ্গুর এ এগিয়ে চলার মাঝে৷ কিছু স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিলাম সুবর্ণরেখার তীরে,আমরা ঘর ছেড়ে রিফিউজি পদবির আশ্রয় নিয়েছিল৷  কত ব্যথা আজ এ বুকে আটকে.মুক্তি দেব আজ সব কিছুকে,আর ক্ষণিকের অপেক্ষা৷
হে পৃথিবী শুনতে পাচ্ছ?
আজ এ অন্তিম সাঁঝবেলায় তোমার কাছে কিছু প্রশ্ন রেখে গেলাম...
আচ্ছা কিসের এ ধর্ম,কিসের এ দেশপ্রেম,কিসের এ দেশভাগ??...
সব যে মিথ্যা এগুলো ,তুমি বোঝ না?
আমার মত তোমার এ সংসার ছেড়ে চলে যাবে কত মনীষির দল৷ তাহলে কেন এ মিথ্যাচার?
কিসের দেশ? কিসের দেশ ভাগ?কিসের এত হিংস্রতা?
সবার আগে যে মানব জাতি ,ভুলে গিয়েছে সব?
আসি তবে...
কথা দাও হে পৃথিবী,
হে প্রিয়,  হই আজ পর...তবু এ বুকে তোমার সহস্র স্মৃতির মালা৷  রেখো একটি অনুরোধ মাত্র... করো না আমায় এ আকাশ-সবুজের থেকে একা...
ফিরে আসব আবার আমি কোনও এক নতুন বসন্তের হাওয়া হয়ে...
বন্ধু বিদায়...

No comments:

Post a Comment