জীবনতৃষ্ণা

জন্মের পর সহস্র পথ ছুটে চলে মৃত্যুকে বরণ করেছে যে জীবন তার জন্য তোলা থাক দুফোটা বিষের ইমানদারি৷ মৃত্যুর জন্য পথ চেয়ে বসে থাকা জীবনকে জানাই বিষাদের কুর্ণিশ৷ মৃত্যু আসবে তোমারও আমারও৷ বরণীয়রা স্মরণীয় হবে আর চিলেকোঠা গুলো ধুলোতে মোড়াবে৷ আরাম-কেদারায় যক্ষ পা দোলাবে আর রেডিওতে ভাসবে জীবনের ইতি-সঙ্গীত৷  অপারেশনের টেবিলে ঘাম ছুটবে টুকে পাস হওয়া ডাক্তারের আর হসপিতালের মেঝেতে লুটবে মৃতদের সাথী৷ পরিক্ষায় ফেল করা ছাত্রের রেল লাইনে তৃষ্ণার্ত গলা আর বাড়ির উঠনে সজ্জিত তার পরাস্ত লাশ৷
জীবনের খোঁজে ছুটেছে আজ ভবঘুরেদের দল আর বাকিরা পরাস্ত আজ মৃত্যুর মায়াবী-কাননে৷ সব মুখে এককথা, ভাল ভাবে মরা চাই৷ জীবন তাই দিশাহারা,
"দেখা হবে আবার কখনো খুব ভোরে"

No comments:

Post a Comment