তুই দেখবি আয়...

হাতের মধ্যে হাত ডুবিয়ে,
নরম চাহনির আদলে
চাতক চোখে দেখার চেষ্টায়,
তুই দেখবি আয়....

আবার সকাল প্রেম-আঘাতে,
চোখের কোণে কাজল টেনে,
কখনো এলোমেলো গলিতে,
তুই দেখবি আয়....

বিকেলটা তোর স্কুল বাসেতে,
আকাশকুসুম চিন্তা ঘিরে,
অগোছালো চুল এরিয়ে,
তুই দেখবি আয়....

আমি বসে পার্ক-স্ট্রিটে
কফির চুমুক - ধোঁয়াটে আকাশে,
পরজন্মের দিকে চেয়ে,
তুই দেখবি আয়....

নেই আমি স্বশরীরে,
আছি ডায়রি বন্ধি গন্ধে লুকিয়ে,
রোমেন্টিকতা প্রেম বিল্পবী ভাষায়,
তুই দেখবি আয়....

আরও একশো বছর পর,
মৃত্যু আবার করলে ক্ষমা,
প্রতি রাতের ঠান্ডা হাওয়ায়,

আমি আসব ফিরে....

No comments:

Post a Comment