কবি ও কালিদাস...

কালিদাস আসলে বোকা ই ছিলেন......

কলিযুগের কালিদাস বলে যদি কল্পনা করা হয় কবিদের, তবে আবার কবি কাঁদবেন৷
আসলে সমস্যা গড়ে তোলে উপার্জন ক্ষমতা৷ তাই নিজের মনের রেনেসাঁকে ডিভোর্স দিয়ে কবিগণ আজ বিশ্ব রেনেসাঁর সময়কালীন কবিতাগুলো থেকে টুকে মারে৷ ব্যতিক্রমী কবিরাও রয়েছেন, তবে তাদের বিস্তর কোর্স করতে হয়৷ ভাবনা চিন্তার কোর্সে ভর্তি হতে খরচ বেশ ভালোই৷ ৭০% খরচ সেখানে ছ্যাঁকা খাওয়ার আগে আর বাকি ৩০% ছ্যাঁকা খাওয়ার কারণে৷ উপরি খরচা বলতে ওই ছাইপাস খেয়ে নিজেকে রবীন্দ্র-জীবনানন্দ যুগে নিয়ে যাওয়ার চেষ্টা৷ শেষমেষ জগাখিচুরি পাকিয়ে জয়-শক্তি গুলিয়ে রক্ত বমি৷
আজকের দিনে বইমেলায় প্রাধান্য পায় বেনফিস আর ঠিক পাশেই লিটিল ম্যাগাজিনের স্টলে মাছির আনাগোনায় লুকিয়ে বাস্তবতা৷ ওই তিক্ততা সহ্য বেনফিস করতে পারলেও মিত্র-ঘোষ পারবে না৷
কবি মৃত্যু ঘটছে প্রতি পদে.....

No comments:

Post a Comment