তুমি আসবে বলে....

শতাব্দী ভেদ করা নিস্তব্ধতা কিসের ইঙ্গিত করে চলেছে?
পালানোর পথ নেই,
দেয়ালবিদ্ধ গুলি চিরতরে পরাস্তদের বার্তা বয়ে এনেছে।
নিস্তব্ধ জলাশয়ের কোণও এক সবুজহীন তীরে,
তোমার অপেক্ষা করেছি মৃত্যু|
গায়ে রেশমের শাল,
হাতে জোনাকির আলো,
গন্ধ রুমালে পকেট শুন্য,
তুমি আসবে বলেছিলে,
তুমি আসবে বলেছিলে নির্বাক অন্তমিলে বানভাসি প্রেম।

কার্তুজময় রণক্ষেত্রে নামহীন তিক্ততা,
তৃষ্ণার্ত মরুভূমির ঘেমে ওঠা প্রহরে,
আমি অপেক্ষা করছি তোমার,
বেয়নেটের নলের ওপাড়ে।
নগ্নতার আবছায়ায় গঙ্গা ঢেকেছে প্রতিমার কাঠামো,
গঙ্গাতীরে রোজ বিকেলবেলা কাটে,
তুমি আসবে বলে আজও জোয়ারে ভাঁটা গোনে,
তুমি আসবে বলে আমার চারকাঠের চ্যালা কাঁধের অপেক্ষা করে।
তোমার অপেক্ষায় রইলাম...
( "মেঘে ঢাকা তারা" নামক ম্যাগাজিনের প্রথম সংখায় প্রকাশিত)

No comments:

Post a Comment