অনিন্দিতা.

জানালাবন্দি প্রেম যখন এক মুঠো সূর্যের সন্ধান পেত,
জানালে বাঁধ ভেঙ্গে নয়,
সূর্যের অস্তাগামী রশ্মি কনার আদলে,
তখন দুফোটা কাক ভেজা বৃষ্টির রেষে,
চাদরটানা উষ্নতায়,
তোমার কাজলের ওলট-পালটে ,
তোমায় মেখেছি আমি৷
রূপকথার গল্প শুনেছি জানো অনেক,
ঠাকুমার আদরে৷
কখনো চোখ ছোঁয়েনি সে রূপকথায়,
দুমুখো বাস্তবতা আজ সজোড়ে আঘাত করে,
আজ সে রূপকথারা হাতছানি দেয় ,
জানালার ওপারে৷
আমার রূপকথার বিসার্জনে,
তোমায় ভাসিয়েছি আমি৷
অন্ধোকার ঘরে বন্ধো থাকা স্মৃতির পাতা উল্টোচ্ছে দীর্ঘনিশ্বাস,
কলমের কালী ফুরিয়ে এসেছিল,
মুহুর্তের কালবৈশাখীতে আবার হারিয়েছি অনেক পাতা,
তারপর হঠাৎ আবার,
বেড়ে  ওঠা আর  বড়ো হওয়ার বার্ধ্যকে আবার ফিরে আশা,
আবার ডেকে ওঠা অসময়ে,
গভীর রাতের,
পথচলায়৷
তোমায় খুঁজেছি আমি হাত ধরা বিকেলবেলায়,
কলেজস্ট্রিটের কথা বলায়,
বেহিসেবি চলাফেরায়,
অযস্র চিন্তার আনাগোনায়৷৷                                

No comments:

Post a Comment