ফিরে চলা...

অন্ধোকার ঘরে রক্তাক্ত Whiskyর গ্লাসটি,
জমাটে রক্তের রঙ কী  অদ্ভূত কালো,
জানলা ভেদ করে সূর্যস্ত্রের বার্তা বয়ে গোমট হাওয়ার আনাগোনা,
মৃতদেহ চেয়ার বন্দি৷
দেওয়ালবিদ্ধ বেউনেটের শেষ গুলি,
Beethoven এর মৃত্যু সঙ্গীত দম বন্ধ করা,
জুতোর দাগের দাবি কেবল,
আত্ম্যহত্যা চাই,
নীল চোখে পৃথিবী চাই৷
ছায়ায় চাঁদের বুড়ি মেলে,
Ceiling এ পক্ষিরাজ ঘোড়া,
বিষাক্ত প্রলভনে শৈশব দিশাহারা৷
মৃত্যু যাত্রা বন্দুকের নলে স্বপ্ন খোঁজে,
শৈশব না ফিরুক,
শৈশবে একদিন ঠিক ফিরবো আমি৷৷

No comments:

Post a Comment