Showing posts with label Featured. Show all posts
Showing posts with label Featured. Show all posts

কোথা হে...।

আর এখন এই সমায়ের মাঝখানে,
আশ্লেষহীন আকশের নীলাঞ্জনে…
খামখেয়ালী লাঞ্ছনা মৃত্যুরূপে…
বরন করেছে আমারে…
তবু চির শীতলতায় খুঁজছি তোমারে…
কোথা হে তুমি …কোথায়ে??

কত পথ হেঁটেছি এ পায়ে ...
কত স্বপ্ন বেঁধেছি অকাতরে...
পথ ঘাট... নদী পুকুর ধারে খুঁজছি তোমারে...
তোমারে এ জীবনাস্ত্রে চোখে হারাই...
আজ শবযাত্রার জয়গানে...
হরির ধ্বনি চিতাকাঠে ...
এসেছি তোমারে বিদায় জানাতে...
কোথা হে তুমি... কোথায়ে??

তুই দেখবি আয়...

হাতের মধ্যে হাত ডুবিয়ে,
নরম চাহনির আদলে
চাতক চোখে দেখার চেষ্টায়,
তুই দেখবি আয়....

আবার সকাল প্রেম-আঘাতে,
চোখের কোণে কাজল টেনে,
কখনো এলোমেলো গলিতে,
তুই দেখবি আয়....

বিকেলটা তোর স্কুল বাসেতে,
আকাশকুসুম চিন্তা ঘিরে,
অগোছালো চুল এরিয়ে,
তুই দেখবি আয়....

আমি বসে পার্ক-স্ট্রিটে
কফির চুমুক - ধোঁয়াটে আকাশে,
পরজন্মের দিকে চেয়ে,
তুই দেখবি আয়....

নেই আমি স্বশরীরে,
আছি ডায়রি বন্ধি গন্ধে লুকিয়ে,
রোমেন্টিকতা প্রেম বিল্পবী ভাষায়,
তুই দেখবি আয়....

আরও একশো বছর পর,
মৃত্যু আবার করলে ক্ষমা,
প্রতি রাতের ঠান্ডা হাওয়ায়,

আমি আসব ফিরে....

কবি ও কালিদাস...

কালিদাস আসলে বোকা ই ছিলেন......

কলিযুগের কালিদাস বলে যদি কল্পনা করা হয় কবিদের, তবে আবার কবি কাঁদবেন৷
আসলে সমস্যা গড়ে তোলে উপার্জন ক্ষমতা৷ তাই নিজের মনের রেনেসাঁকে ডিভোর্স দিয়ে কবিগণ আজ বিশ্ব রেনেসাঁর সময়কালীন কবিতাগুলো থেকে টুকে মারে৷ ব্যতিক্রমী কবিরাও রয়েছেন, তবে তাদের বিস্তর কোর্স করতে হয়৷ ভাবনা চিন্তার কোর্সে ভর্তি হতে খরচ বেশ ভালোই৷ ৭০% খরচ সেখানে ছ্যাঁকা খাওয়ার আগে আর বাকি ৩০% ছ্যাঁকা খাওয়ার কারণে৷ উপরি খরচা বলতে ওই ছাইপাস খেয়ে নিজেকে রবীন্দ্র-জীবনানন্দ যুগে নিয়ে যাওয়ার চেষ্টা৷ শেষমেষ জগাখিচুরি পাকিয়ে জয়-শক্তি গুলিয়ে রক্ত বমি৷
আজকের দিনে বইমেলায় প্রাধান্য পায় বেনফিস আর ঠিক পাশেই লিটিল ম্যাগাজিনের স্টলে মাছির আনাগোনায় লুকিয়ে বাস্তবতা৷ ওই তিক্ততা সহ্য বেনফিস করতে পারলেও মিত্র-ঘোষ পারবে না৷
কবি মৃত্যু ঘটছে প্রতি পদে.....