স্বপ্নের Accident...

ছোট্ট শিশুটি ফুটপাথে কাঁদে
খাবার জোটেনি কপালে দুদিন
গাড়ির ভিতর কাঁচ তুলে
কাটছে তোমার সুদিন ||

পৃথিবী হয়তো আলাদা
CCD,CC1 গুলো তোমার খুব চেনা
আর তার চেনা ডোবা পুকুরের ধার
যতই হোক পৃথিবীর ফারাক আকাশটা তো সবার ||

শীতে জরোসরো তুমি
গরম পোষাকের নীচে
সে ও জরোসরো
তীব্র শীতের কবলে ||

চোখ বুঁজে সে স্বপ্ন দেখে তোমার মতো হতে..
ক্ষুধার্ত পেটে সে ভাবে বসে যদি একটা নোনা দেওয়াল যোটে....
হঠাৎ তখন মধ্যরাতে যখন সে স্বপ্নে ভাসে..
তোমার গাড়ির শিকার সে ,তোমার মাদকতার বেসে ||

চেয়েছিল সে দুফালি শরীর ঢাকার কাপড়....
তোমার মতো লোভ ছিল না ওর..
তার হতো স্বপ্নে ভোর
আর তোমার স্বপ্নেও ভাসছে পয়সার জোর |||

No comments:

Post a Comment