শুনতে পারছ প্রেম?....

ধুলো গুলো খুব দামি ছিল যেখানে আমরা বসতাম..
ঘাসের দলের উষ্ণতায় তোমার কোলে মাথা রাখতাম..
সাইকেল চড়ে পুকুর পাড়ে,
ওখানে আজও প্রেমিকের দল ঘোরা ফেরা করে||

বৃষ্টি ভেজা লতা পাতারা যখন চোখ বুজে থাকতো...
আমাদের মনটা তখন নানা স্বপ্ন আঁকতো...
    কাদামাখা ওড়না গুলো কি এখনো ডেকে আনে অকাল মেঘের দল কে?..
বই গুলোর মাঝে বৃদ্ধা গোলাপ গুলোর চোখ ছলছল...
কবির পৃথিবী আজ আচ্ছন্নতায় করে অবিরাম টলমল||

ভুল গুলো ছিল অঙ্কের খাতায় উজ্জ্বল
ইংরিজী বইয়ের বাইরে অল্প আশকারাতে উঁকি মারে অগোছালো কথার দল...
ভাবনা ছিল অনেক তবে ছিল ভাষার বিদ্রূপ..
খাতার লেখা গুলো তাই আজ শব্দের ধংসস্তুপ||

"মানুষ টা বড্ড সেকেলে নাকি চিন্তা ধারা হারা??"...
এসব আজ কানে আসে পার্কে বসে বলছে যেন কারা
যাদের দায়ে বেকারত্ব আঁকড়ে কলম তুলি
তাদের মুখে ফুটছে বুলি...

শুনতে পারছ প্রেম?..

No comments:

Post a Comment