প্রেমামৃত

আনাচেকানাচে এখনও তোমারই গন্ধ
কবিতা লেখার ছলে আজও হারাই ছন্দ
আমার কবিতার পাতায় তোমার আঁকিবুকি
আজ ছন্দহীন জীবনের অক্ষচক্র শুধু তুমি

রাতের তারারা আজ কন্ঠ ছেড়ে কাঁদে
ভোরের তারারা হারিয়ে যাওয়া স্মৃতিদের হাতছানি দিয়ে ডাকে...
নি:সঙ্গ পৃথিবীর মাঝে তুমি এসেছিলে
ক্যানভাসে পরে যাওয়া নানান তুলির সাজে

ব্যস্ত জীবনের থেকে পীঠ বাঁচিয়ে হারিয়ে যাওয়া...
আজ Ceiling এ ভেসে ওঠে ...
অস্থিরতা গুলো ঈশান কোণের এক বাক্সে বন্দী...
তোমার স্মৃতি গুলো আঁকড়ে মন বেঁধে চলেছে নানান ফন্দি...

ট্রামে করে যখন অনেক রাতে ফিরি
তখন হঠাৎ শুনি তোমার কান্নার শব্দ
একদিন নেমে পড়লাম চলন্ত ট্রাম থেকে
মন বললে তুমি ডাকছো রাস্তার ওপার থেকে

তারপর সব শুন্য ...
স্মৃতি গুলো রয়ে গেল পার্থিব
চোখাচোখি অন্য প্রেমের সাথে...
আসব আবার নতুন জীবনের সঙ্গে

....অপেক্ষা করো নতুন বসন্তের জন্য....

No comments:

Post a Comment