নারীত্বের ইচ্ছে

ছোট্ট বেলায় মায়ের কোলে
এলো যখন লক্ষ্মী রূপে
আলো করে ব্রহ্মান্ড।।
মেয়ে হয়েছে একি কান্ড

ছোট্ট গিন্নী উঠোন পাড়ে
রান্না বাটি ধুলোয় মাখে
বাবা বললে চা দিবি মা?
সমাজ বলে মেয়ে তো.... একি জ্বালা!!

চুল গুলো আজ বড় হয়েছে
আয়না দেখে বিনুনি বাঁধে
ইস্কুলে যায় সময় বেঁধে
এগিয়ে যাওয়ার স্বপ্নে ভেসে

হঠাৎ একদিন ফিরতে হল দেরী
স্বপ্ন গুলো পার দিল যে অপূরণের তরী
মেয়েটা যে বড় হয়েছে
মা বললে এবার বিদায় দাও তো পাত্র দেখে

রান্নাবাটি বস্তা বন্দী
ফেলে এল সে নিজের বাড়ি
অচেনা সব লোকের মাঝে
আবার করে সে স্বপ্ন খোঁজে

ভোর বেলা তে স্নান করে
দুপুর বেলা সে ভাত বাড়ে
সংসার কে ধর্ম মানে
স্বামী কে পূজন করে...

হঠাৎ করে দেবশিশু রূপে
আরেক নারী তারই কোলে
আবার স্বপ্নের আস্তিন বুনে
নিজের অস্তিত্বে আলো জালে

আবার এলো বিদায় পালা
থাকতে হবে তাকে ছাড়া
যাকে নিয়ে বেঁধেছিল ভূবন
সমাজ বললে, মেয়ের বিদায় তো ! কি আর এমন

তেলের শিশি উলটে পরে
চুল গুলো নিজ খেয়ালে ওড়ে
মাটিতে লুটোচ্ছে আঁচল শাড়ির
এ কেমন রূপ আমার নারীর

জীবনটা আজ শেষের পাতায়
হরি নামেতে সে দিন কাটায়
কখনো হালকা হাওয়ার ফাঁকে
ভেবে যায়....আপন ইচ্ছেতে ও তো মানুষ বাঁচে

ভাবনার মাঝে তার আজ বিদ্রোহের গন্ধ
দেখে কত নারী হারিয়েছে জীবনের ছন্দ
চিন্তা ঘোরে চারিপাশে
আপন ইচ্ছেতে ও তো মানুষ বাঁচে.....

No comments:

Post a Comment