স্মৃতিদাহ্য


ঘাস গুলো আজ বড় হয়েছে
পায়ের নীচে তবু তারা লুটিয়ে
পাশের বাড়ির চিলেকোঠার দেওয়ালে নোনা
ধরেছে
তবু যিশু ছলছল চোখে তাকিয়ে........
ওহে বিনাশক ভেঙে দাও দুই পৃথিবীর দন্ড ...
হয়ে যাক ফেলে আসা দিনের মিলন...
ফুটুক নতুন ঘাসের দল..
ফিরে আসুক চিলেকোঠার স্মৃতি
জীবিত হোক আমার পৃথিবী
চেনা জগৎ আজ শ্মশানের হাওয়ায় ভাসছে
ঘাসের লাশে দাঁড়িয়ে দেখি যিশু আঁখি জলে
বাঁচছে
নিয়তি হয়তো আবার দাঁড় করাবে অন্য এক
পৃথিবীর সামনে
তবে চিলেকোঠার স্মৃতিদাহের গন্ধ চিরকাল
জীবিত থাকবে এ হৃদয়ে|||

1 comment: