অধ্যায়


কলম ফসকে জলের তলে
পাতা গুলো আজ গল্পে ওড়ে
জীবনের অক্ষকর্ণ দিয়ে চলতে ব্যস্ত
অসংলগ্ন ধারাপাতে সহসা ত্রস্ত

জীবন আজ খদ্যোৎ রূপে
আলো জুগিয়ে আঁধার রাতে
অন্ধকারের ও পিঠ দিয়ে
আলো-আঁধারি ভূবন চলে

অক্ষক্রিয়ার চালে হঠাৎ
পরাস্ত হয়ে আকাশ থামে
অবাস্তব নীরবতা চারিপাশে
বৃষ্টি জলে আজ এ অন্তর ভাসে

কারাগারের তালা খুলে
মেঘের দল এগিয়ে চলে
আলো-আঁধারি সে ভুবন
আজ ব্যস্ত রুখতে তার মেঘের সাজ...

No comments:

Post a Comment