বৃষ্টি

নরদমা গুলোর জলের তৃষ্ণা মিটেছে আজ
আকাশকে আজ ঢেকে ফেলেছে কালো মেঘের সাজ
আকাশের রূপে ভেসে উঠেছে পৃথিবীর সাথে মন কষাকষি
কালো রঙে পরাস্ত সব নীল রঙে আঁকা স্মৃতি।।

শুকনো রৌদ্র মাখা পাতা গুলো পেয়েছে অমৃতের সুখ
দড়িতে মেলা ভেজা সাড়ি গুলো ফুটিয়ে তুলেছে শত অভাগীর মুখ
পাতা গুলো এক সময় অমৃত সেবন এ ক্লান্ত
অভাগীরা আজ অত্যাচার রুখতে লড়ছে অবিশ্রান্ত।।

কবিদের মনে লেগেছে মহাপ্রলয়
রাস্তায় জমে থাকা জল তাদের ভাবনা জোগায়
কলমের দাগের ফাঁকে হঠাৎ জানালা ভেদ করলে দৃষ্টি
কোনও এক পরাস্ত চোখের জল  ব্যস্ত আজ এই বৃষ্টি।।

বিছানা গুলো আজ স্যাঁতসেঁতে
বেগুনি আর মুড়ির গল্প মুখে মুখে
বৃষ্টি আজ মানব স্বর্গে রূপকথার নায়িকা
তার প্রেমে পাগল হয়ে স্টেশনে অপেক্ষায় ওই প্রেমিকটা।।

রাস্তার কাদা মেখেছে পরাস্ত প্রেমিকের চিঠি
সপ্নের দেশে নিয়ে গেছিল আজ তাকে বৃষ্টি
চিঠিতে জীবিত তার প্রেমিকার কাছে বার্তা
শস্মানে আজ পুরছে তার মৃত চিতা...

No comments:

Post a Comment