কাল দিতে পারি

আমাদের কখনো আজ ছিল না,
প্রতি মুহূর্তে কাল আর কাল ছিল,
আজ ঠিক ততটা ছিল যেখানে মানুষ ছিল প্রতি পদে,
আজ আর নেই...

কখনো বেনিয়াটোলা মোড়ে সাইকেলের চাকার জবুথুবু,
কত পথ একলা হেটে ব্যয় করেছি,
কত স্মৃতির পাতার খরচে তোমায় এঁকেছি,
সব কাল ছিল, আজ বলতে দিতে পারি কেবল কিছু শুন্যতা।

আবার কখনো আহিরীটোলায় একলা বসে থাকা বিকেল,
সেখানে বিকেল সৌন্দর্য গায়ে নদীর পারে আলতা মাখে না,
তবু শান্তি জোগায় ঘরে ফেরা মজদুরের ক্লান্তিতে,
তাদের অবেলার দু-মুঠো ভাতের দীর্ঘশ্বাস তোমায় দিতে পারি।

শ্মশানের চারিপাশে ঘুরেছি ধোঁয়া হয়ে প্রতি জন্মান্তর,
মিশে গেছি আবার চৌরাস্তার দমকলের আগুনে,
আগুনই আজ শান্তি খোঁজে এই দৈনন্দিন ভেজা সহর,
তুমিও হয়তো শান্ত আজ, শান্ত কবরের চারিপাশে ||

No comments:

Post a Comment