কোথা হে...।

আর এখন এই সমায়ের মাঝখানে,
আশ্লেষহীন আকশের নীলাঞ্জনে…
খামখেয়ালী লাঞ্ছনা মৃত্যুরূপে…
বরন করেছে আমারে…
তবু চির শীতলতায় খুঁজছি তোমারে…
কোথা হে তুমি …কোথায়ে??

কত পথ হেঁটেছি এ পায়ে ...
কত স্বপ্ন বেঁধেছি অকাতরে...
পথ ঘাট... নদী পুকুর ধারে খুঁজছি তোমারে...
তোমারে এ জীবনাস্ত্রে চোখে হারাই...
আজ শবযাত্রার জয়গানে...
হরির ধ্বনি চিতাকাঠে ...
এসেছি তোমারে বিদায় জানাতে...
কোথা হে তুমি... কোথায়ে??