ফিরে চলা...

অন্ধোকার ঘরে রক্তাক্ত Whiskyর গ্লাসটি,
জমাটে রক্তের রঙ কী  অদ্ভূত কালো,
জানলা ভেদ করে সূর্যস্ত্রের বার্তা বয়ে গোমট হাওয়ার আনাগোনা,
মৃতদেহ চেয়ার বন্দি৷
দেওয়ালবিদ্ধ বেউনেটের শেষ গুলি,
Beethoven এর মৃত্যু সঙ্গীত দম বন্ধ করা,
জুতোর দাগের দাবি কেবল,
আত্ম্যহত্যা চাই,
নীল চোখে পৃথিবী চাই৷
ছায়ায় চাঁদের বুড়ি মেলে,
Ceiling এ পক্ষিরাজ ঘোড়া,
বিষাক্ত প্রলভনে শৈশব দিশাহারা৷
মৃত্যু যাত্রা বন্দুকের নলে স্বপ্ন খোঁজে,
শৈশব না ফিরুক,
শৈশবে একদিন ঠিক ফিরবো আমি৷৷

চে-ক্যাস্ত্রো

A verse in fire,
Death crawled through l`s,
A dead poet,
A society in forgotten red...
                              সমাজ আগুনের ডগায়,পোড়া গন্ধ পাচ্ছি৷ মৃত্যুচ্ছন্ন Democracy, আর আত্মঘাতী সাম্য৷ মিল পাচ্ছো?
মিল পাচ্ছো সেই ঘর খেঁদানো বেদো ছেলেটির সাথে?
আমি পাচ্ছি৷
সে আগে পয়সা চুরি করে শখ মেটাতো নিজের, তবে এখন সে জীবিকা চালায়৷ সমাজেরও একই অবস্থা৷
জানো আমি আগুনের আঁচে ছিন্নবস্ত্রে প্রতি মুহুর্তে রাস্তার একটি পাগলীকে পুড়ে যেতে দেখেছি৷
আমি অদূর ভবিষ্যতে সংগ্রামের বার্তা পেয়েছি৷
-Long Live July Revolution.
আমি চে কে দেখেছি ফুটপাতে শুয়ে কাতড়াতে৷ আমি চে কে দেখেছি জীবন পেতে৷
আমি মঞ্চে পেয়েছি ক্যাস্ত্রোকে৷ দেখেছি বেসামাল যুগলবন্দিতে টালমাটাল হতে বিশ্ব রাজনীতিকে৷
ভয় নেই,
এবার চে-ক্যাস্ত্রো ইচ্ছামৃত্যু বর প্রাপ্ত৷
তারা যে জীবিত সংগ্রামের আঁতুরঘরে, তারা জীবিত নতুনের ভবিষ্যতে৷
তারা জীবিত নগ্ন বাচ্চাটির পেটের খিদেতে৷
A Reformed Communism is what a society deserves.
প্রাপ্যের দিকে না এগিয়ে সমাজ ধ্বংসের দিকে এগিয়েছে যেখানে শ্রেণী ভাগ পর্বত আকার ধারণ করেছে৷
এখানেই কবি কেঁদেছেন৷
এখানেই হারিয়েছেন শব্দ৷

Pages rolled down the streets,
Wet by rain, Wretched by pain.
The poet still lay dead,
Blood all over.
A forgotten society in red.
               শব্দের খেলা তবু থামেনি৷ হোক না কবির মৃত্যু, যাক না পাতাগুলো ধুয়ে মুছে৷
ভাবনা চিন্তায় কি এক মুঠো তফাত এসেছে?
ভাবনা চিন্তা যে বেইমান না৷
অবাক হয়তো যে কবি কই?
If Revolution is literature , Che Guevera And Fidel Castro were poets.

বিশ্ব দরবারে এ সমাজ বাণিজ্য চালাতে পারে,
বিশ্ব দরবারে একটি নারী মন খুলে বাঁচতে চাইলে সেই সমাজেরই চোখ রাঙানি৷একটি ছোট্ট শিশুর কান্না অবহেলিত,গরীবদের কষ্ট G.D.P তে মাপে এ সমাজ৷পাল্টা আক্রমণে মেতে ওঠে তখন সংগ্রাম,
সংগ্রাম দু হাতা ভাতের,
সংগ্রাম দুটো শরীর ঢাকবার বস্ত্রের৷
সংগ্রাম জীবিত থাকবার৷
হঠাৎ কোথাও Capitalism কে ছাই হতে দেখছি৷

চিন্তা যতই নিদ্রাছন্ন হোক না কেন, ভাবনাগুলো খাঁটি,
ঘুম ভেঙ্গে মাথা নিচু করতে হলেও,
সমাজের ঘুম ভাঙবার অপেক্ষায় রইলাম৷
আমার স্বপ্ন ভাঙা চোখে তোমার মাথা হেঁট করা আত্মসমর্পণ দেখার অপেক্ষায় রইলাম৷