মঞ্চ দর্শন....


মনের কুঁড়ি থেকে ফুটে ওঠা যন্ত্রণা নিয়মিত পরাস্ত হয় এ জীবনের মঞ্চে৷ ব্যাকস্টেজের জীবিকা যদি তুলে ধরি,তবে সেটিকে অনায়াসে জীবন বললে চালিয়ে দেওয়া যেতে পারে৷
মঞ্চে যে শুধু নাটকের জন্ম ঘটে,সেখানে জীবনের ঠাঁই নেই৷
ছেঁড়া জামা,এলো মেলো চুলে কোন ধর্ষিতাকে মঞ্চে রক্ত মাখাতে দেখেছো?
পুতুলের আদলে তার মুখ খানি আর তাতে আঁচড় কেটেছে শরীরখেকো পুরুষতন্ত্রের নজর৷ রঙ্গমঞ্চে কেবল ঠাঁই পাবে তার চিৎকার,তার কান্নার তীব্রতা৷ বাকি সব রয়ে যাবে ব্যাকস্টেজের গ্রীন রুমের জামা কাপড়ে চাপা৷
মেয়েটির যে আরও কিছু বলার ছিল,
মেয়েটির যে সমাজের কাছে ক্ষমা চাওয়ার ছিল৷
হ্যাঁ ক্ষমা ই..
সে যে নারী রূপে জন্মেছে৷
মঞ্চ কিন্তু তাকে বলতে দেয়নি৷ মঞ্চ ধার ধারে না তোমার আমার, তবে তাও সমাজের পায়ের তলায় পিষছে এ মঞ্চ৷
-Revolution must go on.....
-"আঁতলামি হচ্ছে??"
1960 সালের বাংলা,
মঞ্চে স্থান পেয়েছিল অনাহারে মড়া শিশুর দল আর তাদের মায়ের চিৎকার৷ কতোটা সফল তুমি?
হ্যাঁ তুমিই...
তোমায় বলছি নাটক,
পেরেছ থিয়েটারের মঞ্চ থেকে জীবনের গতিবিধিতে ফেরাতে একটিও শিশুকে?
আর
সেই নকশাল যুবক যার রক্তের দাম মেটানোর ক্ষমতা তোমার নেই... তার যে এখন শুধু রক্ত মাখা কাশি হয়৷ তোমার স্পর্শে থেকে সে কত আন্দোলন চালিয়েছে,তাকে জীবনের আন্দোলনে পরাস্ত করে তুমিই বিজয়ী৷
সমাজের খলনায়করূপে মঞ্চে প্রবেশ নয় ঘটল,তবে সেটি কতটা ?
-Revolutionist may die, but the Revolution must go on.....
এ জীবন যুদ্ধের খেলায় মন্ত্রীর ঘরে সবসময় বসে সমাজ৷ আজও লড়াই তারই সাথে , তবে তার যে রঙ বদল ঘটে৷ কখনো আবেগের রূপে কখনো ধর্মের রূপে কখনো আবার বদলের রূপে সে রঙ বদলায়৷

ইতিবাচক হতে চাই,তবে স্কোপের অভাব৷ চারিদিকে যে যুদ্ধের আগমনী৷ ঢং ঢং করে বাজচ্ছে সমাজের চেকমেটের ঘন্টা৷ রক্তাক্ত মঞ্চে একা পড়ে রাজনৈতিক কলরব, বাচ্চাটির খাবার কিন্তু জোটেনি৷ সেখানে এক দু ফোঁটা অকাল মেঘের চু কিত কিত, কথায় আছে না?
"আশায় ঘর বাঁধে চাষা"
মঞ্চে আজ অভিশাপের আগুন, অভিশাপ প্রাক্তনদের অট্টহাসির৷ তারা রক্তাক্ত কণ্ঠ কিসের বেশ প্রতিবাদে মেতে৷ ছাই হয়ে হাওয়ায় মিশছে Cultural Globalization৷
"তোমার আমার রক্তের রঙ এক হতে পারে তবে ভাবনা চিন্তার নয়৷", ভেসে  আসছে দূর থেকে৷
তবে কি Globalization এর concept মিথ্যা?
মিথ্যা হওয়াটা অবধারিত নয় কি?
ক্ষুদার্ত পেটে যে ভাবনা জন্ম নেয় তা কখনো Red Wine এর মাদকতায় হাত তুলে দাঁড়ায় না৷
মঞ্চ চির অমর থাকলেও ভাবনার কবরস্থানে রোজ খুঁড়তে হচ্ছে নতুন কবর৷

-স্টেজ
-লাইটস
-জীবন
-ইতি
"
Two roads diverged in a wood, and I —
I took the one less traveled by,
And that has made all the difference.",মঞ্চ চিৎকার করে বললে সব শেষে...

No comments:

Post a Comment